৩৮ বছরে আমরা ক’জন শিল্পী গোষ্ঠী: ‘আলোয় আলোয় আকাশ’ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বছরব্যাপী আয়োজন শুরু

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫ ১৯:১৫ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১২ বার।

বগুড়ার পুরাতন শিল্পকলা একাডেমি মিলনায়তনে আমরা ক’জন শিল্পী গোষ্ঠীর ৩৮ বছর পূর্তি উদ্‌যাপন করা হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় বছরব্যাপী অনুষ্ঠান মালার উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ‘আলোয় আলোয় আকাশ’। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি লায়ন আব্দুল মোবিন জিন্নাহ।

 

অনুষ্ঠানের শুরুতেই সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি, নৃত্যগুরু মরহুম আব্দুস সামাদ পলাশের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করে নৃত্যপরিকল্পনা ও পরিচালনায় মাহাবুব হাসান সোহাগের নির্দেশনায় শিল্পীরা ‘দেখো আলোয় আলোয় আকাশ’ গানের সঙ্গে দলীয় নৃত্য পরিবেশন করেন। শিশু শিল্পীদের ৩৮টি প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়।

 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলার সিআইডি পুলিশ সুপার মোতাহার হোসেন। তিনি শিল্পীদের নিয়ে কেক কেটে ৩৮ বছরের পদার্পণ উদ্‌যাপন করেন।

এ ছাড়া উপস্থিত ছিলেন সরকারি আজিজুল হক কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সাধন কুমার দেবনাথ, জাতীয় সঞ্চয় অধিদপ্তর বগুড়ার পরিচালক কৃষ্ণ কুমার শীল, সংগঠনের সদস্য সাজিয়া আফরিন সোমা, লায়ন অদিতি সিনহা, সুমনা ইয়াসমিন সুমা প্রমুখ।

 

অতিথিদের বক্তব্যে উঠে আসে সংগঠনের দীর্ঘ পথচলার সাফল্যের গল্প। তাঁরা ‘আমরা ক’জন শিল্পী গোষ্ঠী’র উত্তরোত্তর সাফল্য কামনা করেন। সভাপতি লায়ন আব্দুল মোবিন জিন্নাহ বছরব্যাপী অনুষ্ঠান মালার ঘোষণা দেন।

 

কথা, কবিতা ও নৃত্যের পরিবেশনায় সাজানো হয় ‘আলোয় আলোয় আকাশ’। সংগঠনের কৃতি নৃত্যশিক্ষার্থী ও আবৃত্তিশিল্পীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার।

নৃত্যপরিকল্পনা ও পরিচালনায় ছিলেন নৃত্যশিল্পী মাহাবুব হাসান সোহাগ, আর আবৃত্তি পরিচালনায় ছিলেন আব্দুল মোবিন জিন্নাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহাবুব হাসান সোহাগ ও তাসনিম ত্রয়ী।