মুনলাইটের উদ্যোগে প্রবীণ ভাতা ও শিক্ষাবৃত্তি প্রদান

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫ ২১:১৭ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

বুধবার বেলা ৩টায় মুনলাইট ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে সংস্থার মফিজ পাগলার মোড়ে অবস্থিত প্রধান কার্যালয়ে মুনলাইটের মাসিক প্রবীণ ভাতা ও অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃিত্ত প্রদান করা হয় ।

প্রবীণ ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক প্রথম আলোর দেশবরেণ্য সম্মাননা প্রাপ্ত শিক্ষক বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রওশনারা বেগম রানি ।

অনুষ্ঠানে প্রবীণদের (১০০০) এক হাজার টাকা হতে (২০০০) দুই হাজার টাকা করে প্রবীণ ভাতা প্রদান করা হয় ।

অস্বচ্ছল শিক্ষার্থীদের (৫০০) পাঁচশত টাকা হতে দুই হাজার টাকা পর্যন্ত শিক্ষাবৃত্তি প্রদান করা হয় ।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রতিটি মানুষ বৃদ্ধকালে অসুস্থ ও অসহায় হয়ে পড়ে। এই সময় অনেক ছেলে-মেয়েরাও আর্থিক অবস্থার কারনে তাদের মা-বাবাদের সহযোগিতা করতে পারেনা। আবার অনেক মেধাবী ছাত্র-ছাত্রীদের অর্থের অভাবে পড়াশোনা বিঘ্নিত হয়।

এই অবস্থায় মুনলাইটের এই প্রবীণভাতা ও শিক্ষাবৃত্তি বিতরণ কার্যক্রম একটি মহতী উদ্যোগ।

এই ভাবে প্রতিটি সংগঠনকে মানবকল্যাণমুলক কাজে এগিয়ে আসা উচিত।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রকল্পের সমন্বয়কারী মোরশেদা বেগম আইভি। উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির সদস্য ওয়ালিউল ইসলাম    বিতুল ও মনজুুরুল হক টুটু।

পরে প্রধান অতিথি পরিবারের অবহেলিত ও সুবিধা বঞ্চিত ৬০ জন প্রবীণের হাতে প্রবীণ ভাতা ও ৩৫ জন অস্বচ্ছল শিক্ষার্থীর  হাতে শিক্ষাবৃত্তির টাকা প্রদান করেন।