বগুড়ায় আন্তঃস্কুলে সিনিয়র ও জুনিয়র একাদশের ফুটবল ম্যাচ
স্টাফ রিপোর্টার
বগুড়ায় আন্তঃস্কুলে সিনিয়র ও জুনিয়ার দলের ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপী বগুড়ার শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় স্কুলের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে জুনিয়র একাদশ ও ১০ম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে সিনিয়র একাদশ গঠন করে আন্তঃস্কুল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় জুনিয়র একাদশ ১-০ গোলে জয় পায়। এর আগে ফুটবল খেলা উপলক্ষ্যে স্কুলের মাঠে শিক্ষার্থীদের নিয়ে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্কুল শিক্ষার্থীদের পরিবেশনায় শিক্ষামুলক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য প্রদান করেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আব্দুল মান্নান, স্কুলের প্রধান শিক্ষক মোঃ ওয়াহেদুজ্জামান, সহ প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন, সহ শিক্ষক যথাক্রমে আব্দুল্লাহ আল মাহমুদ, নুরুল আলম, আব্দুল কাদের, লিপি রানী আদিত্য, প্রীতি দত্ত, রাবেয়া খাতুন, তহমিনা আকতার, ওয়ারেজ আলী, ফিরোজ আহম্মেদ, মোঃ আল আমিন। খেলা শেষে বিজয়ীদের মাঝে ট্রফি বিতরণ করা হয়।