বগুড়া লেখকচক্র পুরস্কার ২০২৫ ঘোষণা: পাচ্ছেন ছয় গুণী
স্টাফ রিপোর্টার
বগুড়া লেখক চক্রের এবারের ‘বগুড়া লেখক চক্র পুরস্কার ২০২৫’ ঘোষণা করা হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) বেলা ১২টায় বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিক এ ঘোষণা দেন।
এবার যারা বগুড়া লেখক চক্র পুরস্কার পাচ্ছেন—
কবিতা: মাসুদার রহমান
কথাসাহিত্য: আনিফ রুবেদ
প্রবন্ধ: সৈকত হাবিব
লিটল ম্যাগাজিন সম্পাদনা: ‘জলছবি’ সম্পাদক জামসেদ ওয়াজেদ
সাংবাদিকতা: মতিউল ইসলাম সাদি
শিশুসাহিত্য: হাসনাত আমজাদ
প্রধান এই পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট, সম্মাননাপত্র ও উত্তরীয় তুলে দেওয়া হবে আগামী ২৯ নভেম্বর দুপুর ১২টায়। পুরস্কার প্রদান করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও বিশিষ্ট কবি রেজাউদ্দিন স্টালিন।
সংবাদ সম্মেলনে কবি ইসলাম রফিক জানান, ১৯৮৯ সাল থেকে সাহিত্য-সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে নিয়মিতভাবে এই পুরস্কার প্রদান করে আসছে বগুড়া লেখক চক্র।
ঘোষণা অনুযায়ী, দুই দিনব্যাপী কবি সম্মেলন অনুষ্ঠিত হবে ২৮–২৯ নভেম্বর বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে দুই শতাধিক কবি, সাহিত্যিক ও লিটল ম্যাগাজিন কর্মী অংশ নেবেন।
উদ্বোধন করবেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। প্রধান অতিথি থাকবেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহা. হাছানাত আলী।
সম্মেলনে বাংলা একাডেমির বইয়ের স্টলসহ অন্যান্য স্টল, পিঠার আয়োজন এবং সংগঠনের মুখপত্র ‘ঈক্ষণ’, সেমিনার পেপার ও ‘পুণ্ডনগর’ স্যুভেনির প্রকাশ করা হবে।
সংবাদ সম্মেলনে সংগঠনের উপদেষ্টা কবি-সম্পাদক প্রফেসর মুহম্মদ শহীদুল্লাহসহ নেতৃবৃন্দ, কবি ও সাংস্কৃতিককর্মীরা উপস্থিত ছিলেন।