বগুড়ায় উপজেলা যুবলীগ নেতা গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫ ১৪:০৮ ।
বগুড়ার খবর
বগুড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় শাজাহানপুর উপজেলা যুবলীগের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে শাজাহানপুরের দুবলাগাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. শাহ আলম নান্নু (৩৮)। তিনি চুপিনগর বড়বাড়িপাড়ার আব্দুল রশিদ প্রাংয়ের ছেলে এবং শাজাহানপুর উপজেলা যুবলীগের সদস্য। বিষয়টি নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম শফিক।
পুলিশের এই কর্মকর্তা জানান, শাজাহানপুর থানায় মামলা নং ৩০ (তারিখ: ২৮/০৯/২০২৫), জিআর নং ৩৫৮, ধারা ৯(৩)/১০/১১/১৩, সন্ত্রাস বিরোধী আইন ২০০৯–এর অধীনে তদন্ত চলছিল। তদন্তে শাহ আলম নান্নুর সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন