বগুড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫ ১৬:৫১ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

দেশীয় জাত আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি- প্রতিপাদ্যে বগুড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। সদর উপজেলার সকল পর্যায়ের খামারি, উদ্যোক্তা, প্রতিষ্ঠান ৪০টি স্টলে তাদের প্রাণী, প্রযুক্তি ও সফলতার কার্যক্রম দিনব্যাপী প্রদর্শনী করে। 

 

বুধবার সকালে জেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল ক্যাম্পাস চত্বরে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। সকাল ১১টায় বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে নুরানি মোড় ঘুরে প্রদর্শনী চত্বরে গিয়ে শেষ হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. কাজী আশরাফুল ইসলাম। এদিন প্রদর্শনী উদ্বোধন, পরিদর্শন, আলোচনা সভা ও মেলায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। নারী উদ্যোক্তা, অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রক্রিয়াজাত ভ্যালু এ্যাডেড পণ্য প্রক্রিয়াজাতকারী, ভ্যাক্সিন/টিকা, ওষুধ খাদ্যের প্রযুক্তি, উৎপাদনকারী উদ্যোক্তা, বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও, সেবা প্রদানকারী প্রতিষ্ঠান প্রদর্শনীতে অংশ নেয়। দিনব্যাপী প্রানিসম্পদ ফ্রি সেবা ও পরামর্শ প্রদান করা হয়।

 

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, চাকরির পিছনে না ঘুরে উদ্যোক্তা হতে হবে। একজন উদ্যোক্তা অন্যের কর্মসংস্থান সৃষ্টি করে। মোবাইলের পিছনে সময় না দিয়ে কাজের পিছনে সময় দিতে হবে। কাজ করুন, নিজের সময়কে মূল্যবান করে তুলুন। যুবকদের চাকরি পিছনে ছুটতে হবে কেন, প্রোডাক্টিভ কাজ করুন। যোগ্যতা থাকলে চাকরি হবে, চাকরি তো লিমিটেড। চাকরি নয় বরং কর্মসংস্থান সৃষ্টি করতে হবে।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা, সদর উপজেলা নির্বাহী অফিসার আবদুল ওয়াজেদ, জেলা ডেইরি ফার্ম এসোসিয়েশন সভাপতি নুরুল হুদা তিলক, সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিন, জেলা ভেটেরিনারি অফিসার ডা. সোহেল আলম খান। অনুষ্ঠান পরিচালনা ও স্বাগত বক্তব্য দেন সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. রায়হান।

 

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আগামী ২ ডিসেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের তত্বাবধানে ফ্রি ভেটেরিনারি মেডিকেল টিম, ভ্যাক্সিনেশন কার্যক্রম, কৃত্রিম প্রজনন কার্যক্রম, কুইজ, চিত্রাংকন প্রতিযোগিতা, স্কুল মিল্ক ফিডিং, নারী উদ্যোক্তা সমাবেশসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম চলবে।