শারীরিক প্রতিবন্ধী জাকিরুলকে হুইলচেয়ার দিল সাংবাদিক কালাম আজাদ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫ ১৭:৫৪ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১১ বার।

বগুড়ায় জন্ম থেকে শারীরিক প্রতিবন্ধী জাকিরুল ইসলামের (২২) চলাচলের সুবিধার জন্য একটি হুইলচেয়ার দেয়া হয়েছে।দিনমজুর বাবার আর্থিক অনটনের কারণে এতদিন স্বাভাবিক চলাচলের কোনো ব্যবস্থা ছিল না জাকিরুলের।  

বুধবার (২৬ নভেম্বর) বগুড়া পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের হেলেঞ্চাপাড়ায় তার নিজ বাড়িতে এই হুইলচেয়ার পৌঁছে দেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ। 

স্থানীয় ও জাকিরুলের পরিবার সূত্রে জানা যায়, হেলেঞ্চাপাড়ার জিল্লুর রহমানের ছেলে জাকিরুল ইসলাম জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী। তার বাবা দিনমজুর হিসেবে কোনোমতে পরিবারের জীবিকা নির্বাহ করেন। চরম আর্থিক অসঙ্গতির কারণে পরিবারের পক্ষে জাকিরুলের চলাচলের জন্য একটি হুইলচেয়ারের ব্যবস্থা করা সম্ভব হচ্ছিল না। বিষয়টি জানার পর সাংবাদিক কালাম আজাদ হুইল চেয়ারের ব্যবস্থা করেন।

এ সময় পরিবার ও এলাকাবাসীর উদ্দেশ্যে সাংবাদিক কালাম আজাদ বলেন, জাকিরুল নিজে চলাচল করতে পারে না। নিজে চলাচল করার জন্য ক্ষুদ্র চেষ্টা করেছি আমরা। ও আপনাদের কাছে আমানত। তাকে দেখে রাখবেন। পরবর্তীতে তার জন্য আরও কোনো সহায়তার সুযোগ আসলে আমরা সেটিও বাস্তবায়ন করব।     

এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন শহর জাসাসের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান পিয়াস, বিশিষ্ট সমাজসেবা মাহবুবুর রহমান ছোটন, ২১ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য আবুল কালাম আজাদ, জেলা বিএনপি অফিসের সহকারী শাখাওয়াত হোসেন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।