বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক এজিএমসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫ ১৬:৫৫ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৪৮ বার।

বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আওতাধীন সারিয়াকান্দি জোনাল অফিসের সাবেক এজিএম শামসুল হকসহ ১১ জনকে আসামি করে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

 

দুদক বগুড়া জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. রোকনুজ্জামান বাদী হয়ে সম্প্রতি এ মামলা দায়ের করেন।

 

মামলাটি রেকর্ড করেন দুদকের কোর্ট পরিদর্শক জাহিদুল ইসলাম।

 

মামলাটি বগুড়ার সিনিয়র স্পেশাল জজ আদালতে পাঠানো হয়েছে।

 

মামলার অপর আসামিরা হলেন- বগুড়া পবিস-২ সারিয়াকান্দি জোনাল অফিসের সাবেক ওয়ারিং পরিদর্শক সাদিকুল ইসলাম, সাবেক এজিএম (ওএন্ডএম) সুলতান মাহমুদ, খোকা আকন্দ, শিপন প্রামাণিক, লালমিয়া প্রামাণিক, রাশিদুল ইসলাম, জাকিরুল ইসলাম, জাকির হোসেন, রেজাউল করিম ও রকেট প্রামাণিক।

 

ওই মামলার অভিযোগে বলা হয়েছে- আসামিরা পরস্পর যোগসাজশে গত ২০২২ সালের ১ জানুয়ারি থেকে ২০২৩ সালের ৫ সেপ্টেম্বরের মধ্যে প্রতারণা করে বিদ্যুৎ সংযোগের জাল লাইসেন্স ও উপজেলা সেচ কমিটির মূল রেজুলেশন যাচাই না করে গ্রাহকের দাখিলকৃত টেম্পারিংকৃত জাল রেজুলেশন দেখে তা সঠিক হিসেবে সত্যায়ন করেন।