নওগাঁয় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও রোকেয়া দিবস পালিত

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫ ১৭:২৭ ।
প্রতিবেশী জেলা
পঠিত হয়েছে বার।

নওগাঁয় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও রোকেয়া দিবস পালিত হয়েছে। 

জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার শোভাযাত্রা, আলোচনাসভা এবং অদম্য নারীদের সম্মাননা প্রদানের মধ্যে দিয়ে দিবসটি পালন করা হয়।

বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের দপ্তর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোছাঃ আমেনা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম মোহাম্মদ সাইফুল ইসলাম। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ আমিনুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার মুশফিকুর রহমান। অন্যানের মধ্যে নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি চ্যানেল আই প্রতিনিধি মোঃ কায়েস উদ্দিন বক্তব্য রাখেন। 

এ সময় সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক নূর মোহাম্মদ, ডেপুটি সিভিল সার্জন ডঃ মুনির আলী আকন্দ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সাদিয়া ইসলাম উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে জেলা পর্যায়ে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী মোছাঃ শামীমা খানম ( নওগাঁ সদর), নির্যাতনের দুঃস্বপ্ন মুছে ফেলে জীবন সংগ্রামে জয়ী নারী মোসাম্মৎ উম্মে সালিমা (সাপাহার), শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী মোসাম্মৎ সেলিনা আক্তার (পত্নীতলা), সফল জননী নারী মোমেনা বিবি (রানীনগর) এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান এর জন্য রফিজা (সাপাহার)'কে অদম্য নারী হিসেবে সন্মাননা দেয়া হয়েছে। এ ছাড়াও নওগাঁ সদর উপজেলা পর্যায়ে ৩ জন নারী'কে অদম্য নারী হিসেবে সন্মাননা প্রদান করা হয়েছে। তাঁরা হলেন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী মোছাঃ শামীমা খানম, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে ফেলে জীবন সংগ্রামে জয়ী নারী ছায়েবা আক্তার এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন এমন নারী মোছাঃ আছমা আক্তার। তাঁরা ৩ জন নওগাঁ পৌরসভার নাগরিক।