নওগাঁর রজাকপুর দারুস সুন্নাহ মাদ্রাসায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত
নওগাঁ প্রতিনিধি
নওগাঁর রজাকপুর দারুস সুন্নাহ মাদ্রাসায় বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফুল অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে স্থানীয় বিএনপির নেতাকর্মীর উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয় ।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ সদর-৫ আসনের বিএনপি মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু।
তিনি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্রের প্রতীক। তাঁর সুস্থতা কামনায় সারা দেশের মানুষের দোয়ার ঢল নেমেছে। আল্লাহ যেন তাঁকে সুস্থতা ও দীর্ঘায়ু দান করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, শফিউল আযম ভিপি রানা, নূরে ই আলম মিঠু, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া হোসেন জাকির, সাধারণ সম্পাদক মামুন বিন ইসলাম দোহা, জেলা সেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাহহার মোল্লা তুফানসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দেশের শান্তি ও মানুষের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
দোয়া মাহফিলে স্থানীয় নেতাকর্মী, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।