বিশ্ব মানবাধিকার দিবসে বগুড়ায় আলোচনা সভা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫ ১৯:৩০ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বগুড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে বাংলাদেশ মানবাধিকার ব্যুরো এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সিনিয়র অ্যাডভোকেট মকলেছুর রহমান।

 

বাংলাদেশ মানবাধিকার ব্যুরো বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আসাদুল হক কাজলের সঞ্চালনায় বক্তব্য দেন অ্যাডভোকেট বার কাউন্সিলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম, অ্যাডভোকেট মাসফিকুর রহমান তালুকদার, অ্যাডভোকেট আনোয়ার হোসেন, অ্যাডভোকেট হারুনুর রশিদ, অ্যাডভোকেট মোস্তফা কামাল পরাগ, অ্যাডভোকেট আজাদ হোসেন তালুকদার, রাহাদ উদ্দিন পশারী স্বপন, গোলাম রব্বানী সেতার, আব্দুর রহমান বাদল, রেজাউল হক রানা, আব্দুর রহমান, রুহুল কুদ্দুস আপেল, অ্যাডভোকেট জেসমিন আকতার শিখা, অ্যাডভোকেট এবিএম সাইফুল ইসলাম শিমুল, অ্যাডভোকেট নজরুল ইসলাম কামাল, অ্যাডভোকেট মাসুদুর রহমান, মেহেদী হাসান এবং মফিদুল ইসলাম হেলাল।

 

সভায় বক্তারা বলেন, মানবাধিকার রক্ষায় সবার সচেতনতা বাড়াতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠা ও সাম্যের সমাজ গড়তে মানবাধিকার চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ।