এক নজরে তফসিল

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫ ১৯:২৪ ।
দেশের খবর
পঠিত হয়েছে বার।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন।

 

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের মাধ্যমে একযোগে প্রধান নির্বাচন কমিশনারের জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

 

এক নজরে তফসিল 

 

সিইসি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের চূড়ান্ত ভোটগ্রহণের তারিখ ঘোষণা করেন।

নির্বাচনের দিন: ১২ ফেব্রুয়ারি; গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হবে।

ভোটগ্রহণের সময়: সকাল ৭:৩০টা থেকে বিকেল ৪:৩০টা পর্যন্ত।

সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ সময়: ২৯ ডিসেম্বর।

মনোনয়নপত্র বাছাই: ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি।

আপিলের শেষ সময়: ১১ জানুয়ারি।

আপিল নিষ্পত্তি: ১২ থেকে ১৮ জানুয়ারি।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়: ২০ জানুয়ারি।

প্রতীক বরাদ্দ: ২১ জানুয়ারি।

নির্বাচনি প্রচারণা: ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল ৭:৩০টা পর্যন্ত।

ভোটগ্রহণ হবে ৩০০ সংসদীয় আসনে।

মোট ভোটার সংখ্যা: ১২ কোটি ৭৬ লাখের বেশি।

প্রবাসী ভোটারও পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন; ইতিমধ্যে ৩ লাখের বেশি প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন।