সাত পুলিশ সুপারকে বদলি

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫ ১৯:২৮ ।
দেশের খবর
পঠিত হয়েছে ৫৬ বার।

পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার সাত কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপ-সচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়েছে।

 

বদলিকৃতরা হলেন, মো. তরিকুল ইসলাম, মোছা. লিজা বেগম, সৈয়দ মোহাম্মদ ফরহাদ, মোহাম্মদ মাহমুদুল কবীর, মো. আসলাম উদ্দিন, খালেদা বেগম এবং মোহাম্মদ বদিউজ্জামান। প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থ জারি হওয়া এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।