শরিফ ওসমান হাদির মৃত্যুতে ববিপ্রবি উপাচার্যের শোক

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫ ১৫:৫৭ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ববিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. মো. কুদরত-ই-জাহান। এক শোকবার্তায় উপাচার্য মহোদয় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

 

শরিফ ওসমান হাদিকে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের একজন মহান বীর হিসেবে উল্লেখ করে উপাচার্য বলেন, তাঁর মৃত্যু জাতির জন্য অপূরণীয় ক্ষতি। একই সঙ্গে তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্ত্রাসীদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।