বগুড়ায় ভোকেশনাল ইলেকট্রিক্যাল রিপেয়ারিং সেন্টার প্রকল্পের সনদপত্র ও টুলস বক্স বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

আমাল ফাউন্ডেশনের উদ্যোগে বগুড়ায় ভোকেশনাল ইলেকট্রিক্যাল রিপেয়ারিং সেন্টার প্রকল্পের অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র ও টুলস বক্স বিতরণ করা হয়েছে।  শুক্রবার সকালে শহরের দত্তবাড়ী তন্ময় কমিউনিটি সেন্টারে ওয়ান উম্মাহ ইউকে-এর সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আমাল ফাউন্ডেশনের নির্বাহী প্রধান ইসরাত করিম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দক্ষতা উন্নয়নমূলক ভোকেশনাল প্রশিক্ষণ যুবসমাজকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলার একটি কার্যকর মাধ্যম। এ ধরনের প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত যুবরা বাস্তব কর্মজীবনে দক্ষতা প্রয়োগ করে আয় ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারছেন। আমাল ফাউন্ডেশন যুবকদের বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে দক্ষ হিসেবে গড়ে তোলার কাজ করে যাচ্ছে। 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আমাল ফাউন্ডেশনের অপারেশন ম্যানেজার কাজি নাসির আহমেদ। তিনি তার বক্তব্যে বলেন, আমাল ফাউন্ডেশন বর্তমানে সারা বাংলাদেশে আইটি স্কিল ডেভেলপমেন্ট, ইলেকট্রিক্যাল ও টেকনিক্যাল ভোকেশনাল প্রশিক্ষণসহ দর্জি প্রশিক্ষণ, ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন এবং কর্মসংস্থানমুখী বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে। 

এসময় উপস্থিত ছিলেন কোর্স ট্রেনার মো: খলিরুল রহমান, প্রজেক্ট ম্যানেজার মুন্না, ইসকেন্দার আলী, ফিল্ড অফিসার ফাইজুল ইসলাম, শফিউল আলম সিম্পু ও জীবন কুমার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আমাল ফাউন্ডেশনের অ্যাসোসিয়েট ফিল্ড ম্যানেজার মোঃ মবিনুর রহমান। 

অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের অভিজ্ঞতা তুলে ধরে জানান, আমাল ফাউন্ডেশনের মাধ্যমে প্রাপ্ত ভোকেশনাল ইলেকট্রিক্যাল রিপেয়ারিং প্রশিক্ষণ তাদের পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা বর্তমানে বিভিন্ন স্থানে কাজ করার পাশাপাশি নিজেদের বাড়ি ও আশপাশের এলাকায় বৈদ্যুতিক সমস্যার সমাধানে দক্ষতার সঙ্গে সহায়তা করতে পারছেন। তারা বলেন, ভবিষ্যতেও আমাল ফাউন্ডেশন ও ওয়ান উম্মাহ ইউকে-এর যৌথ উদ্যোগে এ ধরনের ভোকেশনাল প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে। যা দেশের যুবসমাজকে আত্মনির্ভরশীল করে গড়ে তুলবে।