বগুড়ায় নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সভা
প্রেস বিজ্ঞপ্তি
বগুড়ায় নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি ও বেসরকারি অংশীদারিত্ব জোরদারকরণ অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) সকালে জেলার শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে ব্র্যাক জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচির উদ্যোগে অ্যাডভোকেসি ডায়ালগে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: তাইফুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার, উপজেলা সমাজসেবা অফিসার, উপজেলা পরিসংখ্যান অফিসার উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার, শাজাহানপুর থানা অফিসার এবং নারী ও শিশু হেল্প ডেস্ক অফিসার, বিভিন্ন সমমনা বেসরকারি সংস্থার প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ, স্বপ্ন সারথী দলের সদস্য, কাস্টমার সার্ভিস অ্যাসিস্ট্যান্টসহ ব্র্যাকের বিভিন্ন কর্মসূচির প্রতিনিধিগণ।
অ্যাডভোকেসি ডায়ালগের সঞ্চালনা করেন ব্র্যাক জেলা সমন্বয়ক বাবলী সুরাইয়া। তথ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে মূল সেশন পরিচালনা করেন আঞ্চলিক ব্যবস্থাপক (জেন্ডার মেইনস্ট্রিমিং) তাসলিমা খাতুন। ডায়ালগে অংশগ্রহণকারী সকলে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ব্র্যাকসহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের চলমান উদ্যোগসমূহের সমন্বয় জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করেন।
পাশাপাশি সহিংসতা প্রতিরোধ ও সেবাপ্রদানের ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জসমূহ চিহ্নিত করা এবং সারভাইভারদের জন্য দ্রুত ও মানবিক সহায়তা নিশ্চিত করতে যৌথ উদ্যোগ গ্রহণের বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার এবং অন্যান্য কর্মকর্তাগণ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে কার্যকর সমন্বয়, দায়িত্বশীল অংশীদারিত্ব এবং সময়োপযোগী সেবা প্রদান নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্যে সরকারি—বেসরকারি সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানানো হয়।