বগুড়ায় ৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫ ১৭:৫৮ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

লালমনিরহাট থেকে বগুড়ায় গাঁজা সরবরাহ করতে এসে চার বয়সী শিশুসহ দুই নারী গ্রেপ্তার হয়েছেন। তাদের কাছ থেকে ‘বডি ফিটিংস’ অবস্থায় জব্দ করা হয়েছে পাঁচ কেজি গাঁজা।

 

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) তাদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। 

 

গ্রেপ্তার দুজন হলেন- লালমনিরহাট সদর উপজেলার কর্ণপুর গ্রামের রিংকি বেগম (২৭) ও বিলকিস বেগম (৩৮)।

 

 

এর আগে সোমবার (২২ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বগুড়া শহরের কামারগাড়ী রেলগেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের সদস্যরা। 

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)বগুড়া জেলা কার্যালয়ের উপ-পরিচালক জিললুর রহমান এতথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, মাদককারবারীরা দুই নারীকে ১৪ হাজার টাকা দেওয়ার প্রলোভন দিয়ে পাঁচ কেজি গাঁজা বগুড়ায় পৌঁছে দিতে বলেন। সোমবার রাতে ওই দুই নারী ট্রেন যোগে বগুড়ায় পৌঁছে।

 

তাদের কাছে মোবাইলফোন ছিল না। যাদের কাছে গাঁজা পৌঁছে দিতে হবে তাদেরও তারা চিনেন না। বলা হয়েছিল রেল স্টেশন থেকে অটোরিকশা যোগে তিনমাথা রেলগেট ফ্লাইওভারের নিচে অপেক্ষা করতে হবে। সেখান থেকে বগুড়ার মাদককারবারী তাদের খুঁজে বের করে গাঁজা নিয়ে যাবে।

 

ডিএনসির উপ-পরিচালক জিললুর রহমান বলেন, মোবাইলফোন ট্রাকিংয়ের মাধ্যমে অবস্থান যেন জানা না যায় সেকারণে কৌশল হিসেবে মাদক পাচারকালে ফোন ব্যবহার করে না। তারপরও গোপন তথে্যর ভিত্তিতে ডিএনসি সদস্যরা সোমবার রাতে বগুড়া রেল স্টেশনের আশপাশে সন্দেহজনক অটোরিকশা তল্লাশি শুরু করে। পরে রাত সাড়ে ১১টার দিকে একটি অটোরিকশায় দুই নারী তিনমাথার দিকে যাওয়ার সময় তাদের আটক করা হয়। পরে তল্লাশি করে তাদের শরীরে বেঁধে রাখা পাঁচ কেজি গাঁজা জব্দ করা হয়।

 

ডিএনসি উপ-পরিচালক বলেন, আটক দুই নারীর নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

 

তাদের পরিবার থেকে কেউ যোগাযোগ না করায় আদালতের নির্দেশে চার বছর বয়সী শিশুটিকে তার মা বিলকিস বেগমের সঙ্গে কারাগারে পাঠানো হয়েছে।