বগুড়ায় র্যাবের অভিযানে হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় দেলসাদ আলী হত্যা ও গাবতলীতে বেদে সম্প্রদায়ের শাকিল হত্যা মামলার পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। তাদেরকে নিকটস্থ থানায় হস্তান্তর করা হয়েছে।
পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মো. ওয়াহিদুজ্জামান।
গত সোমবার রাতে রাজধানীর লালবাগ থানার ইবনেসিনা হাসপাতাল এলাকা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়। হত্যা মামলার আসামি আসাদুল (২২) বগুড়ার সারিয়াকান্দি উপজেলার উত্তর শংকরপুর গ্রামের জারাল খানের ছেলে। এরআগে শনিবার সন্ধ্যায় আশুলিয়া থানার বাতানটেক রিয়াজউদ্দিন মোড় এলাকায় অভিযান চালায় র্যাব। গ্রেপ্তার বিশু মিয়া (৪৫) গাবতলী উপজেলার প্রথমারছেও গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গত ১২ নভেম্বর জমিজমা ও মরিচের চারা চুরিকে কেন্দ্র করে মারপিটে খুন হন দেলসাদ আলী (৫১)। তিনি সারিয়াকান্দি উপজেলার উত্তর শংকরপুর এলাকার বাসিন্দা। থানায় হত্যা মামলা দায়ের হলে আত্মগোপন করে ৫ নম্বর আসামি আসাদুল। তাকে সারিয়াকান্দি থানায় হস্তান্তর করা হয়েছে।
অন্যদিকে, গত ১০ ডিসেম্বর রাতে গাবতলী উপজেলার নারুয়ামালা এলাকায় ছুরিকাঘাতে খুন হন বেদে সম্প্রদায়ের শাকিল (২৫)। হত্যা মামলার এজাহার নামীয় প্রধান আসামি বিশু মিয়া আশুলিয়া এলাকায় আত্মগোপনে ছিলেন।