বগুড়ায় সাংবাদিক শুভর পিতার মৃত্যুতে শোক প্রকাশ

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫ ১৮:০৭ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশনের কোষাধ্যক্ষ ও দৈনিক সাতমাথার স্টাফ রিপোর্টার সাংবাদিক সানাউল হক শুভ’র পিতা বিশিষ্ট ক্রীড়াবিদ আজিজুল হক ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।) মঙ্গলবার সকালে বগুড়া শহরের খান্দার শহীদ নগরে নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৭ বছর। বুধবার বাদ যোহর বগুড়া শহরের খান্দার আবহাওয়া অফিস সংলগ্ন মসজিদে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। তিনি বগুড়ার একজন খ্যাতিমান ক্রীড়াবিদ ছিলেন। ব্যাডমিন্টনে তিনি ছিলেন নামকরা খেলোয়াড়। ছাত্রজীবন থেকে তিনি বিভিন্ন ক্লাবে খেলে সুনাম কুড়িয়েছেন। ব্যাডমিন্টনের পাশাপাশি ফুটবল, ভলিবলেও ছিলেন বড়মাপের খেলোয়াড়। নিয়মিত দাবা চর্চা ও খেলতেন। তার মৃত্যুতে বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি মোস্তফা মোঘল, সহ সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক এইচ আলিম, সহ—সাধারণ সম্পাদক শামীম আলম, নির্বাহী সদস্য রাহাত রিটু, জহুরুল ইসলাম, রবিউল ইসলাম বিদ্যুৎ এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের জন্য সমবেদনা এবং মরহুমের রূহের মাগফিরাত কামনা করছেন।