দ্রুততম সেঞ্চুরি ও দেড়শর বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫ ১৩:০৪ ।
খেলাধুলা
পঠিত হয়েছে বার।

বৈভব সূর্যবংশী রাঁচিতে বিজয় হাজারে ট্রফির প্রথম দিনে ইতিহাস গড়েছেন। অরুণাচল প্রদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচে মাত্র ৩৬ বলে সেঞ্চুরি করে লিস্ট ‘এ’ ক্রিকেটে সর্বকনিষ্ঠ সেঞ্চুরির রেকর্ড স্থাপন করেছেন। ১৯৮৬ সালে পাকিস্তানের জহুর এলাহি যে রেকর্ড করেছিলেন, সেটিকে ভেঙে নতুন রেকর্ড গড়েছেন ১৪ বছর ২৭২ দিনের এই বাঁহাতি ব্যাটার।

সূর্যবংশী এরপর মাত্র ৫৯ বলেই ১৫০ রানের ইনিংস সম্পন্ন করেন এবং দ্রুততম ১৫০ রানের বিশ্ব রেকর্ডের মালিক হন। শেষ পর্যন্ত তিনি ৮৪ বল খেলে ১৯০ রান করে আউট হন, ইনিংসে ছিল ১৬টি চার এবং ১৫টি ছক্কা। এই ইনিংসের মাধ্যমে সূর্যবংশী লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম দেড়শ রানের রেকর্ডও নিজের করে নিয়েছেন।

বিহারের ইনিংস এখনও চলমান।  ২৬ ওভারে তারা ২ উইকেটে ২৬১ রান সংগ্রহ করেছে। সূর্যবংশীর এই ইনিংস টুর্নামেন্টের প্রথম দিনে সমস্ত আলো নিজের দিকে আকর্ষণ করেছে এবং ভারতীয় ক্রিকেটের নবপ্রজন্মের জন্য এক নতুন ইতিহাস রচনা করেছে।