আইসিসি থেকে বিসিবি কত টাকা পায়, যা জানা গেল
পুণ্ড্রকথা ডেস্ক
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয় নিয়ে সাম্প্রতিক সময়ে ক্রীড়াঙ্গনে আলোচনা ও বিতর্ক তৈরি হয়েছে। বিশেষ করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল থেকে বিসিবি কতটা রাজস্ব পায়, তা নিয়ে কৌতূহল বাড়ে। এই প্রেক্ষাপটে বিসিবির শীর্ষ পর্যায়ের বক্তব্যে বিষয়টি স্পষ্ট হয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল গণমাধ্যমকে জানিয়েছেন, আইসিসি থেকে বিসিবি প্রতি বছর মোট রাজস্বের প্রায় ৫৫ থেকে ৬০ শতাংশ পেয়ে থাকে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন কারণে বোর্ডের অভ্যন্তরীণ আয় কিছুটা কমলেও আইসিসি থেকে প্রাপ্ত অর্থ কখনোই মোট আয়ের ৯০ শতাংশের বেশি নয়।
বিসিবির আয়ের বড় অংশ আসে আইসিসির রাজস্ব বণ্টন থেকে। এর বাইরে আন্তর্জাতিক হোম সিরিজের টেলিভিশন স্বত্ব, স্পনসরশিপ, জাতীয় দলের টাইটেল স্পনসর, আন্তর্জাতিক সিরিজের স্পনসর, কিট স্পনসরশিপ থেকেও উল্লেখযোগ্য আয় হয়।
এ ছাড়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ, ঢাকা প্রিমিয়ার লিগ সিসিডিএম এবং ঘরোয়া টুর্নামেন্ট যেমন জাতীয় ক্রিকেট লিগ, বাংলাদেশ ক্রিকেট লিগ থেকেও বোর্ডের নিয়মিত আয় রয়েছে।
স্টেডিয়ামের টিকিট বিক্রি, গ্রাউন্ড রাইটস, এশিয়ান ক্রিকেট কাউন্সিল থেকে প্রাপ্ত লভ্যাংশ এবং ব্যাংকে রাখা স্থায়ী আমানত বা এফডিআরের সুদও বিসিবির রাজস্বের অংশ। সব মিলিয়ে আইসিসির বাইরে বিসিবির আয়ের উৎস একাধিক এবং বহুমুখী।
সূত্র: বাংলানিউজ ২৪ (৯ জানুয়ারি)