বগুড়ায় ট্রাকের ধাক্কায় ভটভটি উল্টে দুইজন নিহত

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫ ১৬:৩৫ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৪৫ বার।

বগুড়ার আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় ভটভটি চালকসহ দুইজন নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে আদমদীঘি উপজেলার চাটখৈর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। 

 

নিহতরা হলেন নওগাঁ জেলার রানীনগর উপজেলার আমগ্রাম খানপুর গ্রামের রফিকুল ইসলাম (৫৫) ও একই গ্রামের চঞ্চল (৪৫)

 

আদমদিঘী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) আতাউর রহমান এতথ্য নিশ্চিত করেছেন। 

 

পুলিশ জানায় সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে বগুড়াগামী একটি ট্রাক আঞ্চলিক মহাসড়কে একটি ভটভটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।এতে ভটভটিতে সড়কের পার্শ্বে উল্টে যায়। ভটভটি চালক চঞ্চল এবং যাত্রী রফিকুল ভটভটির নিচে চাপা পড়ে। স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দিলে তারা দুইজন উদ্ধার করে আদমদিঘী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষনা করেন।

 

ওসি জানান, আইনগত প্রক্রিয়া শেষে দুইজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  ট্রাকটি সনাক্ত করার কাজ চলছে।