বগুড়া-১ আসনে জামায়াত প্রার্থী অধ্যক্ষ শাহাবুদ্দিনের মনোনয়নপত্র জমা
প্রেস বিজ্ঞপ্তি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নিবার্হী সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার দুপুর তিনটায় তিনি সারিয়াকান্দি উপজেলা নিবার্হী অফিসার ও উপজেলা রিটার্নিং কর্মকর্তা সুমাইয়া ফেরদৌসের নিকট মনোনয়নপত্র জমা দেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বগুড়া-১ আসনের সংসদীয় আসন পরিচালক উপাধ্যক্ষ মোজাহিদুল ইসলাম, সোনাতলা উপজেলা আমীর অধ্যাপক ফজলুল করিম, সারিয়াকান্দি উপজেলা আমীর অধ্যাপক মাওলানা ইকবাল হোসেন, আসন কমিটির এজেন্ট অ্যাডভোকোট শাহিন মিয়া।
মনোনয়নপত্র জমা শেষে অধ্যক্ষ শাহাবুদ্দিন সাংবাদিকদেরকে বলেন,দীর্ঘ ১৭ বছরে মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এবার ভোট প্রদানের সুযোগ এসেছে। জনগণ ভোট দিতে প্রস্তুত। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু থাকলে এবং প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করলে জনগণ জামায়াতে ইসলামীর প্রার্থীকে ভোট প্রদান করবে ইনশাআল্লাহ। সবশেষে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।