বেগম খালেদা জিয়ার প্রয়াণে বগুড়ায় শোক, বুধবার বিআরটিসি শপিং কমপ্লেক্স ও নিউ মার্কেট বন্ধ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫ ২০:৫৫ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৩২ বার।

সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে বিআরটিসি শপিং কমপ্লেক্স মালিক সমিতি ও বগুড়া নিউ মার্কেট মার্চেন্ট এসোসিয়েশন। তাঁর সম্মানার্থে আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর ২০২৫) বগুড়ার একাধিক মার্কেট পূর্ণদিবস বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।

বেগম খালেদা জিয়ার প্রয়াণে শোক জানিয়ে বিআরটিসি শপিং কমপ্লেক্স মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়, আগামীকাল ৩১ ডিসেম্বর ২০২৫ বিআরটিসি শপিং কমপ্লেক্স বন্ধ থাকবে। শোক জ্ঞাপন করেছেন মালিক সমিতির সভাপতি মোঃ আসাদুল হক কাজল, ১নং সহ-সভাপতি মোঃ রবিউল ইসলাম পারভেজ, ২নং সহ-সভাপতি মোঃ মোফাজ্জল হোসেন সরকার, সাধারণ সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন আকরাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রুবেল শেখ, সাংগঠনিক সম্পাদক মোঃ তৌহিদুর রহমান সাজু, অর্থ সম্পাদক সৈয়দ নূরুল ইসলাম নয়ন, দপ্তর সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মিনহাজুল ইসলাম মুন্না, ধর্মীয় সম্পাদক মোঃ আহসান হাবীব, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ গোলাম রব্বানীসহ কার্যনির্বাহী সদস্যবৃন্দ।

এদিকে, বগুড়া নিউ মার্কেট মার্চেন্ট এসোসিয়েশনের পক্ষ থেকেও গভীর শোক প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) সংগঠনের কার্যালয়ে সভাপতি আল আমিন হেলার সভাপতিত্বে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে শোক প্রস্তাব গ্রহণ করা হয় এবং তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়, আগামীকাল ৩১ ডিসেম্বর ২০২৫ বগুড়া নিউ মার্কেট, বাবু মিয়া মার্কেট, আহম্মেদ মার্কেট ও বানু নিউ মার্কেট পূর্ণদিবস বন্ধ থাকবে। 

এছাড়াও বগুড়ার রাজাবাজার, ফতেহ আলী বাজার দুপুর দুইটা পর্যন্ত বন্ধ থাকবে৷ তবে কাচামাল ব্যবসা এর আওতামুক্ত থাকবে৷ 

শোক পালনে সকল ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেছে সংশ্লিষ্ট সংগঠনগুলো।