বগুড়ার শিবগঞ্জে রাতভর পুলিশের বিশেষ অভিযান, সাবেক ভাইস চেয়ারম্যানের স্বামীসহ আটক ৩৯

শিবগঞ্জ( বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০৩ জানুয়ারী ২০২৬ ১৮:২৯ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১৩৩ বার।

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারে রাতভর বিশেষ অভিযান পরিচালনা করেছে থানা পুলিশ। অভিযানে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিউটি বেগমের স্বামী শাহ আলমসহ মোট ৩৯ জনকে আটক করা হয়েছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম বলেন, ২রা জানুয়ারি বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গুরুত্বপূর্ণ এলাকায় একযোগে এ অভিযান চালানো হয়। অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামিদের পাশাপাশি নাশকতা, মাদক ও অন্যান্য ফৌজদারি মামলার আসামিদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ আরোও জানায়, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে নিয়মিতভাবে এ ধরনের বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হবে।