মোকামতলায় মীর শাহে আলমের উদ্যোগে প্রতিষ্ঠা পেল পূর্ণাঙ্গ মহাবিদ্যালয়
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রতিষ্ঠা পেল একটি পূর্ণাঙ্গ মহাবিদ্যালয়। এতদিন এলাকায় একটি মহিলা ডিগ্রি কলেজ থাকলেও সাধারণ শিক্ষার্থীদের, বিশেষ করে ছেলেদের-উচ্চশিক্ষার জন্য অনেক দূরে যেতে হতো। সেই সীমাবদ্ধতার অবসান ঘটালেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম।
তার নিরলস প্রচেষ্টায় চলতি বছরের ৬ জানুয়ারি রাজশাহী শিক্ষা বোর্ড থেকে মহাবিদ্যালয় স্থাপনের আনুষ্ঠানিক অনুমোদনপত্র প্রদান করা হয়। পরদিন ৭ জানুয়ারি কলেজের অনুমোদনসংক্রান্ত কাগজপত্র আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠাতা মীর শাহে আলমের হাতে হস্তান্তর করেন রাজশাহী শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মাহবুব হাসান।
এদিকে একই দিনে মোকামতলা মীর শাহে আলম–ছাত্তার তালুকদার মহাবিদ্যালয় ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর অর্থায়নে প্রথম ধাপে দুটি শ্রেণিকক্ষ ও একটি অধ্যক্ষের কার্যালয় নির্মাণ করা হবে।
ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এলজিইডি উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস. এম. তাজুল ইসলাম, প্রবীণ বিএনপি নেতা অধ্যাপক নজরুল ইসলাম, খাদ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক রহুল আমিন, কলেজের জমিদাতা নুরে আলম মামুন তালুকদার, মাহমুদুল হাসান চয়ন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রোকন-উদ-দৌলা রুবেল, কলেজের অধ্যক্ষ আতিকুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক ও শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
এলাকাবাসী এই উদ্যোগের জন্য মীর শাহে আলমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।