ত্রয়োদশ সংসদ নির্বাচন প্রস্তুতি নিয়ে বগুড়ায় মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৭ জানুয়ারী ২০২৬ ২১:০৫ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি বিষয়ে বগুড়ায় জেলা প্রশাসক, পুলিশ সুপার, ইউএনও ও থানার ওসিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (৭ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ করতোয়ায় এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশিদ।

 

তিনি বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনকে জনগণের আস্থা ফিরিয়ে আনতে হবে। কোনো কর্মকর্তা পক্ষপাতিত্ব করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

 

সভায় আরও বক্তব্য দেন রাজশাহী বিভাগের উপ-মহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজাহান ও বগুড়া জেলা পুলিশ সুপার শাহাদাত হোসেন।