বগুড়ায় লংকাবাংলা ফাউন্ডেশনের কম্বল বিতরণ
প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ১০ জানুয়ারী ২০২৬ ১৬:৩৯ ।
বগুড়ার খবর
বগুড়ার শাহজাহানপুর উপজেলার বনানীর সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে চারশতাধিক দুস্থ, অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) দুপুর ১২ টায় কম্বল বিতরণকালে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল করিম এবং বিশেষ অতিথি ছিলেন লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির রিজিওনাল হেড ও বগুড়া শাখা প্রধান মিজানুর রহমান। এসময়, শাখার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কম্বল বিতরণ অনুষ্ঠানে বক্তব্যে বিশেষ অতিথি বলেন, এ ধরনের মানবিক উদ্যোগ শীতার্ত মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। লংকাবাংলা ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সংরক্ষণ এবং সমাজকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সমাজকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।
আরও পড়ুন