বাংলাদেশ খ্রীস্টান এসোসিয়েশন বগুড়া জেলা শাখার আয়োজনে খালেদা জিয়ার মৃত্যুতে বিশেষ প্রার্থনা ও স্মরণ সভা
প্রেস বিজ্ঞপ্তি
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ খ্রীস্টান এসোসিয়েশন বগুড়া জেলা শাখা বিশেষ প্রার্থনা ও স্মরণ সভা আয়োজন করে।
শনিবার বগুড়া ওয়াইএমসিএ এর পল বেসরা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খ্রীস্টান এসোসিয়েশন এর ভারপ্রাপ্ত মহাসচিব জুয়েল আন্তনী চৌধুরী। সভাপতিত্ব করেন বাংলাদেশ খ্রীস্টান এসোসিয়েশন বগুড়া জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি বিশ্বনাথ জর্জ তিগ্যা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের আপসহীন নেত্রী। তাঁর মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা অপূরণীয়। গণতন্ত্র প্রতিষ্ঠা, বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থার বিকাশ এবং নারী নেতৃত্বের অগ্রযাত্রায় তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর নেতৃত্ব ও রাজনৈতিক ভূমিকা দেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে।
বাংলাদেশ খ্রীস্টান এসোসিয়েশন এর যুগ্ম-মহাসচিব ও জেলা শাখার সাধারণ সম্পাদক পবিত্র প্রামানিকের সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও পাবনার সভাপতি পাস্টার স্বাধীন বিশ্বাস, বগুড়া খ্রীষ্টীয় মন্ডলীর সভাপতি ও ওয়াইএমসিএ এর নির্বাহী পরিচালক অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডী। আলোচনায় বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর আপসহীন সংগ্রাম এবং দেশের প্রতি তাঁর অসামান্য ত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
বগুড়া খ্রীষ্টীয় মন্ডলীর পালক মি: গিলবার্ট মৃধার প্রারম্ভিক প্রার্থনা এবং বিশেষ প্রার্থনা ও স্মরণ সভায় বক্তব্য রাখেন চার্চ অব বাংলাদেশ এর পালক আন্দ্রিয় মল্লিক, এডভেন্টিস্ট চার্চ এর পালক মনোতোষ তুহিন মালাকার, বগুড়া ওয়াইএমসিএ'র সভাপতি মিস অর্পনা প্রামানিক, বগুড়া খ্রীষ্টীয় মন্ডলীর পরিচারক টোনাম সরকারসহ প্রমুখ।
প্রার্থনায় বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার চির শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।