বগুড়ায় ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার মূলহোতা নারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১১ জানুয়ারী ২০২৬ ১৫:৪৫ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ২৪২ বার।

বগুড়ার ধুনটে রহমত আলী তালুকদার নামে ইলেকট্রনিক্স ব্যবসায়ীকে পিটিয়ে হত্যাকাণ্ডের মূলহোতা রুবিয়া খাতুনকে (৪০) গ্রেফতার করা হয়েছে। পুলিশ শুক্রবার রাতে তাকে উপজেলার জোলাগাতী গ্রামে মাজার এলাকা থেকে গ্রেফতার করে। মামলার তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার এসআই হায়দার আলী শনিবার বিকালে এ তথ্য দিয়েছেন।

 

পুলিশ ও মামলা সূত্র জানায়, গ্রেফতার আসামি রুবিয়া খাতুন বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মৃত জুব্বার শেখের স্ত্রী। হত্যাকাণ্ডের শিকার রহমত আলী তালুকদার একই গ্রামের মৃত ফরহাদ হোসেনের ছেলে। রহমত আলী তালুকদার গ্রামের সামাজিক বিরোধ মিমাংসার জন্য সালিশ বৈঠক করে থাকেন। 

 

এর ধারাবাহিকতায় সম্প্রতি একই গ্রামের মৃত জুব্বারের পরিবারের জমিজমা সংক্রান্ত বিরোধ মিমাংসার বৈঠক করেন, রহমত আলী। ওই বৈঠকে রুবিয়া খাতুন ন্যায় বিচার পাননি বলে অভিযোগ করেন। এতে রহমত আলীর ওপর ক্ষুব্ধ হন, রুবিয়া খাতুন ও তার পরিবারের সদস্যরা।

 

এ অবস্থায় রহমত আলী তালুকদার গত বছরের ৯ অক্টোবর রাত ৯টার দিকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ির দিকে ফিরছিলেন। পথিমধ্যে রুবিয়ার বাড়ির সামনে পৌঁছেন। এ সময় রুবিয়া ও তার লোকজন রহমত আলীকে পিটিয়ে আহত করেন। গুরুতর আহত রহমত আলীকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে তিনি মারা যান। 

 

নিহতের স্ত্রী কহিনুর খাতুন গত বছরের ১০ অক্টোবর ধুনট থানায় হত্যা মামলা করেন। এ মামলায় রুবিয়া খাতুন, তার ছেলে জুয়েল সেখসহ নয়জনকে আসামি করা হয়।

 

তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার এসআই হায়দার আলী জানান, শুক্রবার রাতে গোপনে খবর পেয়ে উপজেলার জোলাগাতী গ্রামে মাজার এলাকা থেকে প্রধান আসামি রুবিয়া খাতুনকে গ্রেফতার করা হয়। 

 

শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, মামলার অপর আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।