বগুড়ায় বাড়ির সীমানা বিরোধে কৃষক নিহত, আহত ৪

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১২ জানুয়ারী ২০২৬ ২২:৪১ ।
প্রধান খবর
পঠিত হয়েছে বার।

বগুড়ায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আবু বক্কর সিদ্দিক (৫৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় নারী ও শিশুসহ আরও চারজন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যা ছয়টার দিকে গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নের জাতহলিদা মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

 

নিহত আবু বক্কর সিদ্দিক ওই গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন। আহতরা হলেন একই গ্রামের জেমি খাতুন (৩৫), শিফা খাতুন (২৫), বৃষ্টি খাতুন (১৫) ও আতাউর রহমান (৫৫)। তাঁরা গাবতলী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

 

 

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, জাতহলিদা মধ্যপাড়া গ্রামের মৃত বুলু প্রামানিকের ছেলে মো. মন্টু, মো. বাবলু ও মো. মামুনের সঙ্গে দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা নিয়ে আবু বক্কর সিদ্দিক ও আজিজার রহমানের ছেলে আতাউর রহমানের বিরোধ চলছিল। এরই জেরে সোমবার সন্ধ্যায় ওই তিনজন আবু বক্কর সিদ্দিকের ওপর হামলা চালান। মারধরের একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাঁর মাথায় আঘাত করা হয়।

 

পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় আবু বক্কর সিদ্দিককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আতাউর রহমানসহ আরও চারজন আহত হন।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ন কবির ও গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান আনিছ ঘটনাস্থল পরিদর্শন করেন।

 

গাবতলী মডেল থানার ওসি আনিছুর রহমান আনিছ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।