বগুড়ায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৩ জানুয়ারী ২০২৬ ১৮:৩৯ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

বগুড়ায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ জুম্মার নামাজ শেষে সেন্ট্রাল মসজিদ কমিটির আয়োজনে বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে এ দোয়া মাহফিল হয়। এতে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব তোফাজ্জল হোসেন।

 

দোয়া মাহফিলে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য একেএম মাহবুবর রহমান, সাবেক এমপি মো. হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা মুফতি মনোয়ার হোসেন।

 

দোয়া মাহফিল শেষে প্রায় ১০ হাজার মুসল্লীর জন্য খাবারের ব্যবস্থা করা হয়।