বগুড়ায় সরস্বতী পূজা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৩ জানুয়ারী ২০২৬ ১৮:৪৫ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

বগুড়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও পূজামণ্ডপে জ্ঞান ও বিদ্যার দেবী সরস্বতীর পূজা অনুষ্ঠিত হয়েছে। এ দিনটি বসন্ত পঞ্চমী নামেও পরিচিত।

 

মাঘ মাসের শুক্লাপঞ্চমী তিথি উপলক্ষে আজ শুক্রবার সকাল থেকেই শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে এসে বিদ্যার দেবীর পায়ে অঞ্জলি নিবেদন করেন। পূজা শেষে ভক্তরা অঞ্জলি গ্রহণ করেন এবং শিশুদের হাতেখড়ির আয়োজন করা হয়।

 

এবারও সরকারি আজিজুল হক কলেজ, সরকারি শাহ সুলতান কলেজ, সরকারি মজিবর রহমান ভান্ডারী মহিলা কলেজ, বগুড়া জিলা স্কুল, বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উৎসবমুখর পরিবেশে পূজার আয়োজন করা হয়।

 

শিক্ষার্থীরা দেশ, জাতি ও নিজেদের শিক্ষাজীবনের উন্নতির জন্য দেবীর কাছে প্রার্থনা করেন। তারা জানান, প্রতি বছরের মতো আনন্দঘন পরিবেশে সরস্বতী পূজা উদযাপিত হয়েছে।

 

সরকারি আজিজুল হক কলেজে পূজা শেষে কলেজ চত্বরে একটি র‌্যালি বের করা হয়। পরে ধুনচি নাচ, শঙ্খধ্বনি ও গীতা পাঠ প্রতিযোগিতার আয়োজন করা হয়।