বগুড়া লেখক চক্রের ৯৭৭ তম পাক্ষিক সাহিত্য আসর অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ২৩ জানুয়ারী ২০২৬ ১৯:২৭ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

বগুড়া লেখক চক্রের ৯৭৭ম পাক্ষিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সাতমাথাস্থ সংগঠন কার্যালয়ে আসরটি অনুষ্ঠিত হয়। সাহিত্য আসরে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিক। প্রধান অতিথি ছিলেন কবি প্রাবন্ধিক খৈয়াম কাদের। পূর্ব নির্ধারিত বিষয় 'ছোটগল্পের বৈশিষ্ঠ্যসমূহ' নিয়ে আলোচনা করেন কবি অনন্য রাসেল। স্বরচিত লেখা পাঠ করেন সহ-সভাপতি হাবীবুল্লাহ জুয়েল, কবি সিকতা কাজল, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম রঞ্জু ও নির্বাহী সদস্য কবি মাহাবুব টুটুল। পঠিত লেখাসমূহ নিয়ে আলোচনা করেন প্রধান অতিথি কবি খৈয়াম কাদের।