বগুড়ায় বাঁশঝাড়ে মিলল অজ্ঞাত নারীর মরদেহ
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৪ মে ২০২২ ১৩:৩০ ।
বগুড়ার খবর
বগুড়ায় অজ্ঞাত এক নারীর(২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ১০টার দিকে শাজাহানপুর উপজেলার গন্ডগ্রাম কালিতলা বাঁশঝাড়ের ভিতর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। অজ্ঞাত নারীর পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। এসব তথ্য জানিয়েছেন শাজাহানপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুর রউফ।
জানা গেছে, সকালে গণ্ডগ্রাম কালিতলা বাঁশঝাড়ে গোলাপি রঙের কামিজ পরিহিত একটি নারীর মরদেহ দেখতে পান এলাকাবাসী। ওই নারীর ওড়না বাঁশের সঙ্গে বাঁধা ছিল। আর ওড়নার আরেক প্রান্ত গলায় ফাঁস দেয়া অবস্থায় মাটিতে বসা অবস্থায় ছিল নারীটি। পরে স্থানীয়দের খবরে পুলিশ এসে ওই নারীর মরদেহ উদ্ধার করে।
ইন্সপেক্টর আব্দুর রউফ বলেন, মরদেহের শরীরে কোথাও আঘাত বা অন্য কোনো ক্ষতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন