হেল্প ব্লাড ডোনেশন গ্রুপ বগুড়া'র আয়োজনে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২২ ১৯:২৭ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ২২ বার।

বগুড়ায় হেল্প ব্লাড ডোনেশন গ্রুপের আয়োজনে ভিশন -২১ এর ৪র্থ কর্মসূচির অংশ হিসেবে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ধরমপুর বাজারে দিনব্যাপী এ কর্মসুচির উদ্বোধন করেন বগুড়া পৌরসভার ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেন রাজু । এসময় ধরমপুর তরুন সংঘের সভাপতি জাহিদ কামাল, হেল্প ব্লাড ডোনেশন গ্রুপের উপদেষ্টা পরিমল প্রসাদ রাজ, ধরমপুর দিগন্ত আইডিয়াল স্কুলের ব্যবস্থাপনা পরিচালক এজাজ আহম্মেদ আসলাম, বা,জু,স বগুড়া জেলা শাখার সাধারন সম্পাদক ফিরোজ আহম্মেদ বাবু, ধরমপুর বাজার দোকান মালিক সমিতির রমজান আলী সরদার, সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রাং, ধরমপুর তরুন সংঘের ক্রীড়া সম্পাদক আল নোমান সাব্বির, নাজমুল হক নিবিড়, স্বর্ণা হাসান সিনথিয়া, আতিক জেমস, হৃদয় হোসেন উপস্থিত ছিলেন। 

 সংগঠনটি দিনব্যাপী ক্যাম্পেইন পরিচালনা করে পাঁচ শতাধিক মানুষকে রক্তের গ্রুপ নির্ণয় করে কার্ড বিতরণ করে। 

সংগঠনের সাংগঠনিক সম্পাদক নিবির দাস দীপ্ত বলেন,  আমরা  ভিশন-২১ বাস্তবায়নে বিনামুল্যে বগুড়া পৌরসভা ২১ টি ওয়ার্ডে এই কার্যক্রম অব্যাহত রাখবো,  সেই সাথে রক্তদানে সচেতনতা, নতুন রক্তদাতাদের উদ্বুদ্ধ করে জরুরি রক্তের চাহিদার যোগান দিবে বলে মনে করি।

 

এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের কোষাধ্যক্ষ,  ইয়াসির আরাফাত, প্রচার সম্পাদক, সুখময় সরকার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদিক, মলি খাতুন, সহ দপ্তর সম্পাদক, সাব্বির আহম্মেদ,  সমাজ কল্যান সম্পাদক, রাহিম প্রাং, সিনিয়র সদস্য ফজলে রাব্বি,  কার্যনির্বাহী সদস্য রামিম, সাকিব,নাঈম,আশিক, বনি প্রমুখ।