বগুড়ায় ট্রাকের সাথে কাভার্ডভ্যানের ধাক্কায় পান ব্যবসায়ী নিহত
নন্দীগ্রাম(বগুড়া) প্রতিনিধি
বগুড়ায় ওভারটেক করতে গিয়ে ট্রাকের সাথে কাভার্ডভ্যানের ধাক্কায় সাগর কুমার দাস(২৮) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে নন্দীগ্রাম উপজেলার রণবাঘা এলাকার বাঁশের ব্রিজ এলাকায় নাটোর-বগুড়া মহসড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহত সাগর শাজাহানপুর উপজেলার বেজোড়া হিন্দুপাড়ার শিশির কুমার দাসের ছেলে। তিনি পেশায় পান ব্যবসায়ী ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন কুন্দারহাট হাইওয়ে থানার ওসি শহিদুল ইসলাম।
ওসি শহিদুল ইসলাম জানান, বিকালে নাটোর থেকে সারবোঝাই একটি ট্রাক বগুড়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে বাঁশের ব্রিজ এলাকায় পৌঁছালে পিছনে থাকা বগুড়াগামী একটি কাভার্ডভ্যান ওভারটেক করতে যেয়ে ট্রাককে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানের সামনে থাকা সাগর গুরুতর আহত হন। পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, সবাই পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা যায়নি। তবে ট্রাক ও কাভার্ডভ্যান পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।