বগুড়ায় আদালতে যাওয়ার পথে আসামিদের হামলায় সাক্ষী নিহত
ধুনট(বগুড়া) প্রতিনিধি
বগুড়ায় আদালতে যাওয়ার পথে আসামিদের হামলায় এক সাক্ষী নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের কোদলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল খালেক কোদলাপাড়া গ্রামের মৃত আজাহার আলীর ছেলে। এ ঘটনায় সন্দেহভাজন পাঁচজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ধুনট থানার ওসি রবিউল ইসলাম।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি রবিউল ইসলাম জানান, এক মাস আগে কোদলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নে মুসল্লিদের বাড়ি থেকে একমণ করে চাল তোলে মসজিদ কমিটি। কোষাধ্যক্ষ মোজাম্মেল হক ওই চাল বাকিতে আব্দুল খালেকের ছোট ভাই আব্দুস ছাত্তারের কাছে বিক্রি করেন। কিন্তু চালের টাকা পরিশোধ করতে আব্দুস সাত্তার তালবাহানা করেন। গত ৩ নভেম্বর বিষয়টি নিয়ে মসজিদ চত্বরে আব্দুস ছাত্তার ও মোজাম্মেল হকের মাঝে মারপিটের ঘটনা ঘটে। এ ঘটনায় আব্দুস ছাত্তার বাদি হয়ে বগুড়া আদালতে মামলা করেন। ওই মামলায় মোজাম্মেল হক ও তার ছেলে ফজলুল হকসহ সাতজনকে আসামি করা হয়। মামলার সাক্ষী ছিলেন আব্দুল খালেক।
বাদি আব্দুস ছাত্তার ও তার ভাই আব্দুল খালেক সকালে মামলার সাক্ষ্য দিতে আদালতের উদ্দেশ্যে বের হন। পথিমধ্যে আসামিদের বাড়ির পাশের রাস্তায় পৌঁছালে মামলার ১নং আসামি ফজলুল হক ও তার লোকজন হামলা করে। এতে গুরুতর আহত হন আব্দুল খালেক। পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, ময়না তদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন