বগুড়ায় নকল প্রসাধনী সামগ্রী তৈরির অভিযোগে কলিন্স কসমেটিকসকে দুই লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৭ মার্চ ২০২৩ ১৭:৪১ ।
প্রধান খবর
পঠিত হয়েছে ৫০ বার।

বগুড়ায় নকল প্রসাধনী সামগ্রী তৈরির অভিযোগে কলিন্স কসমেটিকসকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার শহরের নারুলী এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে প্রতিষ্ঠানটিকে সিলগালা করা হয়েছে। 

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।

ইফতেখারুল আলম রিজভী বলেন, শহরের নারুলি বাজার এলাকায় কলিন্স কসমেটিকস নামে প্রতিষ্ঠানটি বিভিন্ন ব্রান্ডের কসমেটিকস/পারফিউমের এর খালি কৌটায় নিজস্ব তৈরী কসমেটিকস/পারফিউম ভর্তি করে বিক্রয় ও বাজারজাত করছিল। অভিযানে বিষয়টির সত্যতা পাওয়া যায়। কারখানার মালিক আব্দুল মমিন কলিন্স সত্যতা স্বীকার করেন। পরে নকল কসমেটিকস তৈরির করার কারণে প্রতিষ্ঠানের মালিককে দুই লাখ টাকা জরিমানা ও প্রতিষ্ঠান সিলাগালা করা হয়।


অভিযান পরিচালনায় জেলা পুলিশের সদস্যরা  সহযোগীতা করেন।