বগুড়ায় বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১১ মে ২০২৫ ১৩:৪১ ।
প্রধান খবর
পঠিত হয়েছে ৪২৪ বার।

বগুড়ায় কয়েকদিন ধরে তাপমাত্রা বাড়তি রয়েছে। বৃষ্টিপাত কমের কারণে এমন গরম আবহাওয়া বিরাজ করছে। আগামী ১২ ও ১৩ মে বগুড়ায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার দুপুরে বগুড়া আবহাওয়া অধিদফতর থেকে এমনই তথ্য জানানো হয়েছে।

 

বগুড়া আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক শাহ আলম পুণ্ড্রকথাকে জানান, বগুড়ায় ১২ ও ১৩ মে জেলার কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গতকাল এই মৌসুমের সর্বোচ্চ ৩৯ দশমিক ৭ ডিগ্রি তাপমাত্রার রেকর্ড করা হয়। এই কয়েকদিন ধরেই গরমের মাত্রা বাড়ছে। বৃষ্টি হলে তাপমাত্রা কিছুটা কমবে।