বগুড়ায় জমি নিয়ে বিরোধে যুবক নিহত, গ্রেপ্তার ৭
স্টাফ রিপোর্টার
বগুড়ার শিবগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার ভোরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে, রবিবার দুপুরে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামে মারপিটের ঘটনা ঘটে।
নিহতের নাম মাসুদ রানা। ওই গ্রামের মৃত হাসান আলীর ছেলে। হামলায় তার মা মনোয়ারা বেগম, বোন শেফালি, চাচাতো ভাই শহিদুলসহ আরও ৮ জন গুরুতর আহত হন। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়ার সহকারী পুলিশ সুপার (এএসপি) রবিউল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা যায়, মাসুদের সঙ্গে একই গ্রামের মতিয়ার রহমান মতিনের বাড়ির পাশে এক শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রোববার দুপুরে আমিন ডেকে সালিশের মাধ্যমে জমি মাপযোগ করে মীমাংসার চেষ্টা করা হয়। কিন্তু তা ব্যর্থ হলে বিকেলে মতিয়ার ও তার অনুসারীরা মাসুদের পরিবারকে লাঠিসোঁটা দিয়ে বেধড়ক মারধর করে।
আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে মাসুদ মারা যান। ঘটনার পর ক্ষুব্ধ জনতা অভিযুক্তদের দুটি বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায়।
বগুড়ার সহকারী পুলিশ সুপার (এএসপি) রবিউল ইসলাম জানান, মাসুদ হত্যা মামলায় ৩ নারীসহ ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তদের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।