বগুড়ায় বিএনপি’র সাত নেতাকর্মীসহ গ্রেফতার ১৩

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৫ মে ২০২৩ ১৮:২০ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৭৮ বার।

বগুড়ার সারিয়াকান্দিতে গত বুধবার দিবাগত রাতে থানা পুলিশ  বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বিএনপি ও যুবদলের ৭জন নেতাকর্মীসহ ১৩ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত বিএনপি ও যুবদলের নেতারা হলো, উপজেলার চর হরিণা  গ্রামের মৃত  বীর মুক্তিযোদ্ধা টুকু মোল্যার ছেলে বিএনপি নেতা তুলু মোল্যা, মৃত গেদা প্রামানিকের ছেলে মাহিন প্রামানি,পৌর এলাকার আন্দরবাড়ী গ্রামের মঞ্জিল প্রামাণিকের ছেলে যুবদল নেতা আব্দুল হান্নান ওরফে হিটলার, বারইপাড়া গ্রামের মফা প্রামানিকের ছেলে বিএনপি নেতা মেহেদী হাসান মুরাদ,বিবির পাড়া গ্রামের  মৃত কছির প্রামানিকের ছেলে ও  কামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম ঠান্ডু, কুতুবপুর পূর্ব পাড়ার জহুরুল হকের ছেলে বিএনপি নেতা মাহবুবুর রহমান, কুতুবপুর পশ্চিম পাড়ার সারাফাত আলী আকন্দের ছেলে বিএনপি নেতা আসাদুল আকন্দ, ১৮পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো, রৌহদহ গ্রামের আলম শেখের ছেলে  ওয়াহাব মিয়া, জোড়গাছা নতুনপাড়ার মুকুল প্রামানিকের ছেলে বাবু ইসলাম , পৌর এলাকার কুঠিবাড়ী গ্রামের আব্দুল আলিম কাজীর ছেলে মোঃ বাপ্পি এবং ০১টি দেশীয় অস্ত্র বার্মিজ চাকুসহ গ্রেফতারকৃত আসামী হলো ধুনট উপজেলার বরিয়া গ্রামের রব্বানী ইসলামের ছেলে সাগর ইসলাম। এছাড়াও  ফৌঃ কাঃ বিঃ ১৫১ ধারায় গ্রেফতারকৃতরা হলো গাবতলী উপজেলার -তেলিহাটা সুখানপুকুর গ্রামের মিজানুর রহমান মিঠুর ছেলে বোরহান উদ্দিন এবং দুলু মিয়ার ছেলে লিমন মিয়া ।

 

এব্যাপারে সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী সাংবাদিকদের জানান, বুধবার দিবাগত রাতে পুলিশ  বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পূর্বের নিয়মিত বিষ্ফোরক মামলার তদন্তে প্রাপ্ত ৭জন আসামীসহ ১৩জনকে গ্রেফতার করা হয়েছে । গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে ।