বগুড়ায় পাচারের সময় রাধা মূর্তিসহ গ্রেফতার ১

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৫ মে ২০২৩ ২০:০৮ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ২৭ বার।

বগুড়ার আদমদীঘিতে বাসযোগে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাবার সময় একরামুল হক (৫৫) নামের এক ব্যক্তিকে কষ্টি পাথরের রাধা মূর্তিসহ গ্রেফতার করেছে সান্তাহার ফাঁড়ি পুলিশ। একরামুল হক নওগাঁ জেলার পোরশা উপজেলার কালিনগড় সাহাপাড়ার মিলু মিয়ার ছেলে। গত বুধবার (২৪ মে) দিবাগত রাতে উপজেলার হবিরমোড় নামক স্থানে নওগাঁ-বগুড়াগামী একটি বাস থেকে মূর্তিসহ তাকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে আদমদীঘি থানায় একটি মামলা হয়েছে।


পুলিশ জানায়, গত বুধবার দিবাগত রাতে নওগাঁর পোরশা থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি নৈশ্যকোচে পাচারের উদ্দশ্যে মূর্তি নিয়ে যাওয়া হচ্ছে। এমন সংবাদের বিক্তিতে সান্তাহার ফাঁড়ির উপ পরিদর্শক রকিব হোসেন মহাসড়কে উপজেলার হাবিরমোড় নামক স্থানে চেক পোষ্ট বসিয়ে বিভিন্ন বাস তল্লাশি করা হয়। এসময়  ঢাকা মেট্রো-ব-১৫-৬০২৫ নম্বর বাসটি তল্লাশি কালে যাত্রী বেশে সিটে বসা একরামুল হকের নিকট একটি লাল রংয়ের গামছায় মোরানো ব্যাগের ভিতর থেকে কষ্টি পাথরের রাধা মূর্তি উদ্ধার করা হয়। যার ওজন ৬ কেজি। পুলিশ মূর্তিসহ একরামুল হককে গ্রেফতার করে।

 

ওসি রেজাউল করিম জানান, বৃহস্পতিবার দুপুরে তাকে আদারতে প্রেরন করা হয়েছে।