এবার ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন হিরো আলম

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৫ জুন ২০২৩ ১৬:৫৮ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ২৫ বার।

এবার ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে অংশ নিতে যাচ্ছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। সোমবার বিকালে স্বতন্ত্র প্রার্থী হিসেনে মনোনয়ন সংগ্রহ করবেন বলে  মুঠোফোনে জানিয়েছেন তিনি।

৭৫ বছর বয়সে গত ১৫ মে সংসদ সদস্য ফারুকের মৃত্যু হলে ঢাকা-১৭ আসন শূন্য ঘোষণা করা হয়।

হিরো আলম বলেন, ‘ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আজ বিকেল ৩টায় নির্বাচন কমিশন থেকে ফরম সংগ্রহ করব। সুষ্ঠু নির্বাচন হলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী আমি। ’

তিনি আরও বলেন, 'এখানে জিতলে কয়েক মাস কাজ করার সুযোগ পাব। তবে আমি বগুড়ায় নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুতি নিচ্ছি। বগুড়ার মানুষ চায় আমি তাদের জন্য কাজ করি। আর আমি তো এবার ভোটে হারিনি। আমাকে হারানো হয়েছিল।'

এর আগে, চলতি বছরের ফেব্রুয়ারিতে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) উপ-নির্বাচনে 'একতারা' প্রতীক নিয়ে প্রার্থী হয়েছিলেন হিরো আলম। নির্বাচনের বগুড়া-৪ আসনে মাত্র ৮৩৪ ভোটে হেরে যান তিনি। এছাড়া বগুড়া-৬ আসনে হেরেও জামানত বাজেয়াপ্ত হয়।