বগুড়ায় পুণ্ড্রনগর সাহিত্য উৎসব অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১০ মে ২০২৫ ১৮:১৫ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১৮ বার।

বাংলাদেশের ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন বগুড়া লেখক চক্রের আয়োজনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো পুণ্ড্রনগর সাহিত্য উৎসব। শনিবার সকাল ১১ টায় উডবার্ণ সরকারী গণগ্রন্থাগার মিলনায়তনে ফিতা কেটে দিনব্যাপী সাহিত্য উৎসবের উদ্বোধন করেন বগুড়া সিাইআইডি’র বিশেষ পুলিশ সুপার মোঃ মোতাহার হোসেন। উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা কবি প্রাবন্ধিক প্রফেসর মুহম্মদ শহীদুল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিক। বাচিকশিল্পী অলক পালের সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা কবি শাহজাহান রিপন, ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল   ও সাহিত্য সমালোচক আনোয়ার মল্লিক, বগুড়া পিটিআই এর সুপারিনটেনডেন্ট কবি মোঃ মুজাহিদুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক কবি কামরুল বাহার আরিফ, গাবতলী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এনামুল হক নতুন ও বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর ইসলাম পলাশ।

 

শুভেচ্ছা বক্তব্য রাখেন নওগাঁ সাহিত্য পরিষদের সাধারণত সম্পাদক আশরাফুল নয়ন, জয়পুরহাট সাহিত্য পরিষদের সভাপতি মোসতাফা আনসারী।, উদ্বোধন পর্বে কবি মুহম্মদ শহীদুল্লাহ কাব্যগ্রন্থ ‘বিদীর্ণ কথামালা’ এর মোড়ক উন্মোচন করা হয়। উদ্বোধনের আগে প্রধান অতিথির নেতৃত্বে একটি কবি র‌্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মিলনায়তনে এসে শেষ হয়।

উল্লেখ্য, দিনাজপুর, কুড়িগ্রাম, রংপুর, লালমনিরহাট, গাইবান্ধা, নওগাঁ, জয়পুরহাট, সিরাজগঞ্জ, পাবনা, রাজশাহী, ঢাকা এবং বগুড়ার শতাধিক কবি এই উৎসবে অংশগ্রহণ করেন।


দিনব্যাপী সাহিত্য উৎসবে কথা, কবিতা ও আবৃত্তির দুটি পর্ব, কবিতা ও গল্প বিষয়ক দুটি পর্ব, দল অন্যরকম এর পরিবেশনায় গানাবৃত্তি পরিবেশিত হয়। পর্বসমূহে সভাপতিত্ব করেন-প্রফেসর ড. বেলাল হোসেন, প্রফেসর হাসানুজ্জামান,  কবি আশরাফ বকুল, গল্পকার আবদুল্লাহ ইকবাল এবং আব্দুল হাদী এবয়ং সঞ্চালনা করেন কবি সাংবাদিক এইচ আলিম, কবি নুরন্নবী খান জুয়েল, কবি সিকতা কাজল ও কবি মনজুর রহমান।