সোনাতলা উপজেলা কল্যাণ সমিতি ঢাকার কমিটি ঘোষণা

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ১০ মে ২০২৫ ১৮:২২ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ২৬ বার।

বগুড়া জেলার সোনাতলা উপজেলা কল্যাণ সমিতি, ঢাকার ২০২৫-২০২৭ সালের নির্বাচিত কমিটি ঘোষণা করা হয়োছে। বাংলাদেশ শিশু কল্যাণ মিলনায়তনে শুক্রবার সন্ধায় আনুষ্ঠানিকভাবে এই কমিটি ঘোষণা করা হয়। এই কমিটি সোনাতলা উপজেলার সাধারণ মানুষের জন্য নিবেদিত সামাজিক ও কল্যাণমূলক কাজ করে যাবে। 


কমিটির সভাপতি মনোনিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক আইনজীবী মো: রবিউল হোসেন রবি। সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন আজিজ পাইপস লি: এর ব্যবস্থাপনা পরিচালক এ. এইচ. এম জাকারিয়া এবং সিনিয়র সহ-সভাপতি মনোনীত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী আ.ফ.ম জিন্নাতুল ইসলাম তপন। সভায় সভাপতিত্ব করেন এ কে এম লুৎফুল বারী মুকুল।