কবিতাঃ শতবর্ষ হলো আজ

অন্তর কুমার
প্রকাশ: ১৬ জুলাই ২০২৩ ১৩:৫৬ ।
শিল্প ও সাহিত্য
পঠিত হয়েছে ১৩৭ বার।

দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, অনেক সময় হয়েছে গত

সব হারানোর আজ শতবর্ষ হলো

 ভালোবাসা ছিল যত।

বহু দিবস রজনী ফুরিয়ে গেল, কত মৃত্যু অনুভূতির

আজি পেল পূর্ণতা শতবর্ষ তোমার, সকল তম স্মৃতির।

আমি কখনো একলা হইনি বুঝিনি একাকীত্ব

তোমায় আমি হৃদয়ে সঁপেছি

তুমি অনুভবে আছো নিত্ত।

আমার তো এখন দিশেহারা সব যাচ্ছি নিরুদ্দেশ

শতবর্ষ পরেও কাটেনি ওগো তোমার মায়ার রেশ।

আজ হয়তো তোমার দেহে বৃদ্ধের ছাপ, চুল সব গেছে পেকে

রুপ-যৌবন শুধু বয়সের খেলা তা কি চিরকাল থাকে!

আমি এখন সুখেই আছি ডাক্তার বড় মাপের

আজকাল আর মায়ায় পড়িনা কোন ছলনাময়ীর রুপের।