কবি, গল্পকার ও সম্পাদক নাহিদা আশরাফীর ৫০ তম জন্মদিন আজ

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ২৯ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:৩৭ ।
শিল্প ও সাহিত্য
পঠিত হয়েছে বার।

কবি, গল্পকার, সম্পাদক ও প্রকাশক নাহিদা আশরাফীর ৫০তম জন্মদিন আজ। নাহিদার জন্ম ১৯৭৩ সালের ১ মার্চ, পটুয়াখালীর নানাবাড়ীতে। তবে শৈশব ও কৈশোরের বেশীরভাগ সময় কেটেছে তার মাদারীপুরে। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজী সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর নাহিদা আশরাফীর কর্মজীবন শুরু ’৯০ এর  দশকে। তিনি বিটিভিতে নতুন কুঁড়ি অনুষ্ঠান উপস্থাপনা করেছেন, ছিলেন বাংলাদেশ পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) তে প্রশিক্ষণ কর্মকর্তা এবং কাজ করেছেন বেসরকারী কলেজেও। তার প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা ৬টি, গল্পগ্রন্থ ৩টি এবং সম্পাদিত গ্রন্থ ৪টি। তিনি লিটল ম্যাগাজিন ‘জলধি’ সম্পাদনা করেন এবং একই নামে তার প্রকাশনাও রয়েছে। তিনি সাহিত্য কর্মে অবদানের জন্য ১৫টিরও অধিক পুরস্কার পেয়েছেন। ‘জলধি’ সম্পাদনার জন্য ২০২১ সালে তিনি বগুড়া লেখক চক্র পুরস্কার পান।

দেশের বিভিন্ন প্রান্তের লিটল ম্যাগাজিন ‘মৃদঙ্গ’, ‘দোআঁশ’, ‘ভাস্কর’, ‘স্বনন’, ‘অরুদ্ধ’, ‘দৃষ্টি’, ‘উদ্যান’, ‘সপ্তক’, ‘ব্যাটিংজোন’ ও ‘শব্দকল্পদ্রুম’ এর আয়োজনে কবি নাহিদা আশরাফীর ৫০বছর পূর্তি উপলক্ষে শনিবার (২ মার্চ) বিকাল সাড়ে চারটায় বিশ্বসাহিত্য কেন্দ্রের ইনফেরদিয়ার জাহেদ হাসান মিলনায়তনে সাহিত্য আড্ডার আয়োজন করা হয়েছে। আড্ডায় নাহিদা আশরাফীর সৃষ্টিকর্ম নিয়ে রচিত সংকলন ‘নাহিদা আশরাফী : সময়ের সক্রিয় কলমে সাহসিকা’-এর পাঠন্মোচন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা এবং সভাপতিত্ব করবেন ‘অরণী’ সম্পাদক কবি মাহমুদ কামাল। আড্ডায় শতাধিক কবি, লেখক ও বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন।