বগুড়ার শেরপুরে সনাতন ধর্মীয়সভা

শেরপুর(বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৪ ২০:০৩ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় থাকলেই কেবল সব ধর্মের মানুষ নিরাপদ থাকেন বলে মন্তব্য করেছেন বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও স্থানীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মজিবর রহমান মজনু। শুক্রবার (১৯ এপ্রিল) বিকালে ঐতিহ্যবাহী বগুড়ার শেরপুর পৌর উত্তরবাহিনী মহাশ্বশ্বান প্রাঙণে আয়োজিত বার্ষিক সনাতন ধর্মীয় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এই মন্তব্য করেন। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে যার যে ধর্ম তা নির্বিঘ্নে পালন করবেন তাতে কারো কিছুর বলার নেই। তিনি উত্তরবাহিনী মহাশ্মশানসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব জানে আলম খোকা, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব শাহজামাল সিরাজী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু,সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ,শেরপুর পৌরসভার সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু,হিন্দু ধর্মীয় নেতা প্রকাশ সরকার, সুজিত কুমার বসাক,চন্দন কুমার দাস রিংকু প্রমুখ বক্তব্য রাখেন।

এদিকে একইদিন সকালে প্রধান অতিথি আলহাজ্ব মজিবর রহমান মজনু উপজেলার গাড়িদহ ইউনিয়নের ছোট ফুলবাড়ী গ্রামে মদিনাতুল উলুম নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং ইয়াতিম খানার ভিত্তি প্রস্তর স্থাপন করেন। ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ,আওয়ামী লীগ নেতা আবুল কাশেম মন্ডল,মির্জাপুর ইউনিয়ন আওয়ামীলীগেরর সভাপতি শাহ আলম শেখ, মাওলানা আব্দুর রহমান মোল্লা, মাওলানা মুফতি আব্দুল আওয়াল, মাওলানা রুহুল আমীন প্রমুখ।