ঈদের ছুটিতে নওগাঁয় ৭ জনের অস্বাভাবিক মৃত্যু; সড়ক দূর্ঘটনায় ৫ ও পানিতে ডুবে ২

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ১৯ জুন ২০২৪ ২১:৩৫ ।
প্রতিবেশী জেলা
পঠিত হয়েছে ১২ বার।

ঈদের ছুটিতে ৭ জনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। এরমধ্যে সড়ক দুর্ঘটনায় পাঁচজন ও পানিতে ডুবে দুইজনের মৃত্যু হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট  এলাকার থানা পুলিশ নিশ্চিত করেছেন।

নওগাঁর মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক কাজী জানান, বুধবার (১৯ জুন) সকাল সাড়ে ৮টার দিকে মান্দা উপজেলার রাজশাহী-নওগাঁ মহাসড়কের জলছত্র মোড় নামকস্থানে বাসের ধাক্কায় আয়েশা বেগম (৪৭) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহত আয়েশা উপজেলার নাদাইল গ্রামের বাসিন্দা। এঘটনায়  আরো ৫ জন আহত হয়েছেন।

নিয়ামতপুর থানার ওসি মাইদুল ইসলাম বলেন সোমবার (১৭ জুন) সকাল ১০ টার দিকে নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের খড়িবাড়ী বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় হৃদয় (১৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। নিহত হৃদয় ওই ইউনিয়নের নাকইল এলাকার সারোয়ার হোসেনের ছেলে। একইদিন  মহাদেবপুর উপজেলার রঘুনাথপুর নামক স্থানে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাহীব হাসান (১৭) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত মাহীব হাসান উপজেলার  মাতাজিহাট মেশিনারিজ এর স্বত্তাধিকারী এম জামান পিন্টুর বড় ছেলে।

এদিকে ঈদের আগের দিন সকালে পত্নীতলা উপজেলার বালুঘা মোড় এলাকায় ভটভটির ধাক্কায় হাবিবর রহমান (৫০) নামের এক সাইকেল আরোহী এবং একই দিনে দুপুরে বদলগাছীর কোলা ইউনিয়নের কেসাইল চাওলাকালি বাজারে আব্দুর রশিদ (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। দুটি মৃত্যুর খবর নিশ্চিত করেছেন দুই থানার অফিসার ইনচার্জ। নিহত হাবিবর রহমান পত্নীতলা উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের মহিমাপুর গ্রামের মৃত কেয়ামউদ্দিনের ছেলে আর আব্দুর রশিদ বদলগাছী উপজেলার পরোরা গ্রামের মৃত ফারেজ উদ্দিনের ছেলে। 

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন বলেন কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে ঈদের ছুটিতে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে এক শিশুসহ দুই জনের মৃত্যু হয়েছে।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন বলেন উপজেলার সদর নজিপুর পৌরসভার হরিরামপুর গ্রামের আতাবুল ইসলামের মেয়ে জেবা (২২) পরিবারের সঙ্গে আমাইড়ে নানার বাড়িতে বেড়াতে আসেন। মঙ্গলবার (১৮ জুন) বিকেলে নানার বাড়ির পাশে ঘুকসির বিলে নৌকায় ঘুরতে গিয়ে বিলের পানিতে পড়ে ডুবে তার মৃত্যু হয়।

অপর দিকে একই দিনে বদগাছী উপজেলার চাকড়াইল গ্রামের মতিনের ছেলে সার্থক (৫ )  পত্নীতলা থানার উজিরপুরে নানার বাড়িতে বেড়াতে এসে আত্রাই নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। তাদের উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।